তাহিরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন তাহিরপুর প্রতিনিধি: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে,, ২২ অক্টোবর রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠানের শুরুতেই উপজেলা চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা বঙ্গবন্ধু কর্নারে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, সাংবাদিক রোকন উদ্দিন, জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরুম সহ বিভিন্ন গাড়ির চালকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, প্রতিদিন সড়কে কোন না কোন অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় অকালে প্রান ঝরছে, সরকার গাড়ির চালকদের সচেতন করার জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিড়াপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক যাত্রী সকলেই নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। রোকন উদ্দিন
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.