আজিম আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনা রোধ যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সচেতনতামূলক প্রচার শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। রোববার (২২অক্টোবর) সকালে শহরের ক্যাডেট কলেজ এলাকায় এ প্রচারণার উদ্বোধন করেন, ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ গোলাম মোর্শেদ, আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক পরিদর্শক মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রচারে উপস্থিত ছিলেন। পুলিশ সুপারসহ উপস্থিত সবাই ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও চালকদের মাঝে সচেতনতা মূলক প্রচার পত্র বিলি করেন। এ সময় পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের নির্ধারিত গতি মেনে সড়কে চলাচল করতে হবে।মোটরসাইকেল চালানোর সময় নিজের নিরাপত্তায় চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।সড়ক পরিবহণ আইন, ট্রাফিক সাইন, রোডসাইন জেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে। অপ্রাপ্তবয়স্ক সন্তানকে মোটরবাইক কিংবা অন্য কোন গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানান পুলিশ সুপার।পুলিশ সুপারের এরকম ব্যতিক্রম উদ্যোগ দেখে সাধারণ মানুষ প্রশাংসা করেন
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.