মাসুদ রানা জেলা প্রতিনিধি গাজীপুর: রোববার (২২ অক্টোবর) দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে এ বছর সপ্তমবারের মতো সরকারি উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয়। দিবসটি উপলক্ষে নিসচা ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার, আলোচনা, র্যা লি, নিরাপদ নামে স্মরণিকা, পোস্টার ও লিফলেট প্রকাশ এবং বিতরণ প্রভৃতি কর্মসূচি পালন করে আসছেন কাশিমপুর শাখা। ১৯৯৩ সাল থেকে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হতে থাকে। নিসচার দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া ও অনুমোদন করা হয়। ফলে ২০১৭ সাল থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন জিরানী বাজারে কাশিমপুর থানা শাখার উদ্যোগে দিবসটি পালিত হয় উক্ত অনুষ্ঠানে কাশিমপুর থানা নিরাপদ সড়ক চাই এর আহ্বায়ক মো: আমজাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১,২,৩ ওয়ার্ড মহিলা কাউন্সিলর পারভীন আক্তার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি গাজীপুর ১ আসনের এমপি পদপ্রার্থী মো: সালাম দেওয়ান, ও এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন এর গাজীপুর শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস সহ কাশিপুর থানা নিরাপদ সড়ক চাই শাখার সকল সদস্যবৃন্দ। উক্ত নিরাপদ সড়ক চাই রেলীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই কাশিমপুর থানা শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী (সীমান্ত)
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.