রানা খান, প্রতিনিধি শ্রীপুর গাজীপুরঃগাজীপুরের শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তরিকুল ইসলাম ও তাহার সহধর্মিণী। রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নে বরমী বাজার সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়াও নির্বাহী কর্মকর্তা ও তাহার সহধর্মিনী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও যেন কঠোরভাবে দায়িত্ব পালন করে সেই নির্দেশনা দেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.