দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : দামুড়হুদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ২ টার সময় "আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এ প্রতিবাদ কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন সড়ক দুর্ঘটনায় আমি আমার ১৯ বছরের ভাইকে হারিয়েছি৩ বছর আগে এই শোক এখনো আমার পরিবার কাটিয়ে উঠতে পারিনি, কোন না কোন পরিবারের ভাই বোন মা আত্মীয়-স্বজন সড়ক দুর্ঘটনায় হারাচ্ছে প্রতিদিনই দেশের সার্বিক সড়ক দুর্ঘটনার বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, চালকদের অদক্ষতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং করার প্রবল মানসিকতা, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে স্বচ্ছতা ও জনসচেতনতার অভাব, ট্রাফিক আইন কিংবা রাস্তায় চলাচলের নিয়ম না মানা দুর্ঘটনার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। সড়ক দুর্ঘটনার অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে, পরিকল্পনাহীনভাবে সড়ক-মহাসড়ক নির্মাণ, নির্দিষ্ট লেন ধরে গাড়ি না চালিয়ে সড়কের মাঝখান দিয়ে চালকদের গাড়ি চালানোর প্রবণতা, রাস্তায় বিপজ্জনক, ফিটনেসবিহীন গাড়ি চালানো, মাদক সেবন করে গাড়ি চালানো, চালকদের বেপরোয়া গতিসহ ভুলপথে গাড়ি চালানো, রাস্তা দিয়ে চলাচলকারীদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল, রাস্তা পারাপারের নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে, নিয়ম মেনে চলতে হবে তাহলেই সড়ক দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পাবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা রুবেল হোসেন, উপজেলা উপসহকারী প্রকৌশলী আহসান হাবীব, দামুড়হুদা মডেল থানার এসআই তবারক হোসেন, শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, ড্রাইভার শামীম হোসেন, মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন, মর্জিনা খাতুন, আলামীন হোসেন, আবুল হোসেন, নাহিদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.