কুড়িগ্রাম প্রতিনিধি : ২৩-১০-২০২৩ইং কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৫৪৮টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে জেলায় সবচেয়ে বড় আয়োজনটি হয়েছে শহরের দক্ষিণপাড়া মন্দিরে। দক্ষিণপাড়া মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বস্ত্র বিতরণ ও শারদ সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, দক্ষিণ পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু সাহা, কোষাধ্যক্ষ বাবলা ঘোষ প্রমূখ। এ সময় দক্ষিণপাড়া সার্বজনীন মন্দিরের সাবেক প্রধান উপদেষ্টা, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় ফনিন্দ্র মোহন সাহা’র স্মরণে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ আনসার, পুলিশ মোতায়েন রয়েছে। জেলার ৯ উপজেলার ৫৪৮টি মন্দিরে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। আগামী মঙ্গলবার দশমী বিহীত পূজার পর বিসর্জন শোভাযাত্রা সহ বির্সজনের মধ্যদিয়ে ৫দিন ব্যাপী এ উৎসব শেষ হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.