মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে ভোলার লালমোহনে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল হয়ে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। বাড়তে শুরু করেছে বাতাস ও নদীর পানি। এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব থেকে রক্ষায় লালমোহনের ধলীগৌর নগর ইউনিয়ন ও বদরপুর এলাকার নদীতে নোঙর করে রাখা হয়েছে জাহাজ। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে লালমোহন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে আর বৃষ্টি নেই। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, লালমোহনে বর্তমানে ৭ নম্বর বিপদ সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় হামুনের ক্ষতি থেকে মানুষকে রক্ষায় উপজেলায় ১৯৮ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৯টি মেডিকেল টিমসহ গবাদি পশুকে নিরাপদে রাখার জন্য প্রস্তুত রয়েছে ২টি মুজিব কিল্লা। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলায় ২৭৪০ জন সিপিপি সদস্য প্রস্তুত রয়েছেন। এরইমধ্যে তারা মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.