মোঃ ওসমান গনি (ইলি) ঈদগাঁও কক্সবাজারঃ কক্সবাজার উপকূল জুড়ে তীব্র ধমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে কক্সবাজারের উপকূলীয় কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কিছু গাছ ও ঘর বাড়ি ভেঙ্গে গেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে শুরু হওয়া ধমকা হাওয়া ও ভারী বৃষ্টি এ পর্যন্ত (সাড়ে ১০ টা) অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদতফরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘হামুন’ বিকাল ০৩ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৮৫ কি.মি. দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কি.মি. দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৩৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টির মূল অংশ আজ সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা নাগাদ উপকূল অতিক্রম শুরু করতে পারে। যার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত (পুন:) ৭(সাত) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আজ্ঞলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন জানান, ঘূর্ণিঝড়টি সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে কক্সবাজার উপকূলে আঘাত আনার লক্ষ্যন দেখা যাচ্ছে। এটি কক্সবাজার উপকূল অতিক্রম করছে। মঙ্গলবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কিন্তু এখন বৃষ্টির মাত্রা বেড়েছে। বেড়েছে বাতাসের গতিবেগও। কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, জেলার ৯ টি উপজেলায় ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে এসেছেন। তাদের সংখ্যা বলা যাচ্ছে না। এদিকে, ধামকা হাওয়ার কারণে জেলার ব্যাপক এলাকা জুড়ে গাছ ভেঙ্গে যাওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় লোকজন। একই সঙ্গে কক্সবাজার সৈকত পাড়া, কুতুবদিয়া পাড়া,ঈদগাঁও উপজেলার পোকখালী বাঁশখাল্লা পাড়া,পূর্ব গোমাতলী চর পাড় পশ্চিম গোমাতলী,মহেশখালী উপজেলার ধলঘাটা, কুতুবদিয়া উপজেলার কয়েকটি ইউনিয়ন সহ উপকূলীয় নিম্নাঞ্চলে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেন মোহাম্মদ ইয়ামিন জানিয়েছেন, যে পরিস্থিতি বিরাজ করছে তাতে হানুম কক্সবাজার অতিক্রম করছে বলে মনে হচ্ছে। এর মধ্যে বেশ কিছু গাছ ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, কিছু ঘর বাড়ি বিধ্বস্থ, কিছু এলাকায় জোয়া ।রাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ বন্ধ রয়েছে। মোবাইল নেটওয়ার্কের জটিলতা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.