ফায়সাল মাহমুদ দুর্গাপুরঃ রাজশাহী দুর্গাপুর উপজেলার ১ নং নওপাড়া ইউপির গোপালপুর গ্রামে পারিবারিক কলহের জেরে তৌহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২৪ অক্টোবর মঙ্গলবার আনুমানিক বিকাল ৪ ঘটিকায় নিজ বাড়ির শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তৌহিদুল। বাবা, ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে ও পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছোট ছেলে পারিবারিক কলহের জেরে বাবার সাথে মনোমালিন্য ও বিভিন্ন মানসিক চাপের কারণে এমন কাজ করতে পারে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের স্বজনদের অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।পারিবারিক কলহের জেরধরে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ছেলে। এ কারনে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.