প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৩, ১২:৪৩ পি.এম
চুয়াডাঙ্গায় প্রতিমা বিসর্জনের বিভিন্ন স্থান পরিদর্শন ও নিরাপত্তা ডিউটি তদারকি করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
জুলফিকার হায়দার, বিশেষ প্রতিনিধিঃআজ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। চুয়াডাঙ্গা জেলার প্রতিমা বিসর্জনের বিভিন্ন স্থান অদ্য ২৪শে অক্টোবর বিকাল ৫ টা হতে পরিদর্শন ও নিরাপত্তা ডিউটি তদারকি করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজামণ্ডপে নিয়েজিত সকল পুলিশ, আনসার, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকিকে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; জনাব ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.