মোঃ ইকবাল হোসেন ॥ দেশে প্রথম বারের মত DW Akademie (ডয়েসে ভ্যালী) এবং জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে ইনস্টিটিউটের সভাকক্ষে ২২-২৩ অক্টোবর দুই দিনব্যাপী Consultation Workshop for Editors of Regional Media Outlets শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম, প্রোগ্রাম ডাইরেক্টর (বাংলাদেশ-ইন্ডিয়া-আফগানিস্তান) দক্ষিণ এশিয়া প্রিয়া ইজেলবর্ণ, অতিরিক্ত মহাপরিচালক ফায়েজুল হক, ডয়েস ভেলী একাডেমীর প্রতিনিধি ফাহমিম ফেরদাউস, পরিচালক ড. মোঃ মারুফ নাওয়াজ (প্রশিক্ষণ অনুষ্ঠান), উপ-পরিচালক আব্দুল মান্নান। এছাড়াও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশি.) আব্দুল মান্নান কর্মশালার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সমন্বয়ক হিসেবে ছিলেন সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ) সাইফুন্নাহার তন্বী। প্রধান অতিথি তার বক্তব্যে Consultation Workshop for Editors of Regional Media Outlets শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, এ কর্মশালায় স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদিক/প্রকাশকদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও DW Akademie এর এই প্রচেষ্টা মাইলফলক হিসেবে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। প্রশিক্ষণ কর্মশালায় সমগ্র বাংলাদেশের ২৭টি জেলা থেকে স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদক/প্রকাশকবৃন্দ অংশগ্রহণ করেন। এর মধ্যে একজনের মা মৃত্যু বরণ করায় অংশগ্রহণ করতে পারেননি। অংশগ্রণকারীগণ হলেন- ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলার বাণী, চট্টগ্রামের পূর্বকোণ, যশোরের দৈনিক গ্রামের কাগজ, মেহেরপুরের মেহেরপুর প্রতিদিন, বারিশালের দৈনিক ভোরের আলো, ঝালকাঠির ঝালকাঠি বার্তা, হবিগঞ্জের প্রতিদিনের বাণী, পাবনার পাবনার কথা, গাইবান্ধার দৈনিক মাধুকর, পঞ্চগড়ের পঞ্চবার্তা, ময়মনসিংহের মাটি ও মানুষ, কুষ্টিয়ার আড়শি নগর, ফেনীর ফেনীর আচল, জামালপুরের পল্লীকণ্ঠ প্রতিদিন, নেত্রকোনার নেত্রকোনা সংবাদ, রংপুরের দাবনল, খুলনার জন্মভূমি, টাঙ্গাইলের সততারকন্ঠ, রাজশাহীর সোনার দেশ, বগুড়ার আজকের শেরপুর, সিলেটের আজকের সিলেট ডটকম (নিবন্ধন), কক্সবাজারের কক্সবাজারকণ্ঠ, সিরাজগঞ্জের বাংলাদেশের আলো, দিনাজপুরের উত্তর বাংলা, কুমিল্লার রূপসী বাংলা, বান্দরবনের সচিত্র মৈত্রী। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.