প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৩, ১১:৪৯ এ.এম
শেরপুরে খেলাধুলা সামগ্ৰী বিতরণ করলেন মজিবর রহমান মজনু
মাসুম বিল্লাহ, বগুড়াঃ বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ এর উদ্যোগে খেলাধুলা সামগ্ৰী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। এসময় আলহাজ্ব মজিবর রহমান মজনু খেলাধুলা সামগ্ৰী বিতরণ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া,যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব , সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদত হোসেন টুকু, সাপ্তাহিক তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি, সাধারণ সম্পাদক নেহাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.