বাগেরহাট জেলা প্রতিনিধি ।। বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদকাসক্তের ঘুসিতে আল আমিন (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর ) দুপুরে পৌর মামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন মালগাজী এলকার সবুর শেখের ছেলে। মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত ভ্যান চালক আল আমিনের ভ্যানের সাথে হেলাল নামে এক মাদকাসক্তের স্পর্শ লাগা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ের ভ্যান চালককে ঘুসি মারে হেলাল এতে ভ্যান চালক অচেতন হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মোংলা ভ্যান রিক্সা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, হেলাল একাধিক মামলার আসামী। সে একজন মাদকাসক্ত। আল আমিনের ভ্যান ঢালু থেকে উঠতে গেলে আল আমিনের ভ্যান হেলালের গায়ে স্পর্শ করলে হেলাল আল আমিনকে মারধর করলে আল আমিন মারা যায়। সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, প্রত্যাক্ষদর্শীরদের তথ্য অনুযায়ী আসামিকে চিহ্নিত করতে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.