মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ অবৈধভাবে ডিস নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা, আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা এবং মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় প্রশাসন কর্তৃক গণশুনানির মাধ্যমে বন্ধ রাখার ঘোষণাকে তোয়াক্কা না করে অবৈধভাবে ডিস নেটওয়ার্ক পরিচালনা করার অপরাধে স্কাই ক্যাবল টেলিভিশনের শ্যাম রায়কে ক্যাবল নেটওয়ার্ক ও টেলিভিশন পরিচালনা আইন-২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, উপজেলা শহরের বাসস্ট্যান্ড বাজারে আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা করার অপরাধে দোকান মালিক মোঃ তাজুল ইসলামকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩) এর ৫ (ছ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান। এছাড়া অভিযান পরিচালনায় ডোমার থানার এএসআই প্রফুল্ল চন্দ্র রায় ও সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন। আরেক অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সৈয়দপুরের মৃত কলিমউদ্দিনের পুত্র খোরশেদ আলম (২২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৫০ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। যার প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার থানার এএসআই প্রফুল্ল চন্দ্র রায়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.