বিপ্লব তালুকদার :নাটোর একটি কু-চক্রি মহলের প্ররোচনায় মান সম্মান ক্ষুন্ন করাসহ সুকৌশলে সরকারী খাস পুকুর দখলের উদ্দেশ্যেই মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবী করেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার। একই সঙ্গে সংখ্যা লঘুর ওপর হামলার মত মিথ্যা ইস্যু সৃষ্টি মানববন্ধনের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টার সময় নাটোরের নলডাঙ্গা বাজারে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম তার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবী করেন। এসময় তিনি মিথ্যা মামলা প্রত্যাহার, সকল ষড়যন্ত্র ও মানববন্ধনের নামে অপপ্রচারের প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আব্দুল আলীম বলেন, নলডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামে তিনটি খাস পুকুর আছে। যা দীর্ঘদিন ধরে তার এক ভাই ও মামা সরকারী নীতিমালা ও আইনি প্রক্রিয়ায় রাজ্স্ব প্রদানের মাধ্যমে লিজ নিয়ে ভোগ দখল ও মাছ চাষ করে আসছেন। ওই পুকুরগুলো প্রতিবেশি বিমল দাস নিজেদের দখলে নিতে নানা অপকৌশল অবলম্বন করছেন। যা আইনগত ভাবেই মোকাবিলা করার প্রক্রিয়া চলছে। অথচ বিমল দাস একটি কু-চক্রি মহলের প্ররোচনায় পরিকল্পিত ভাবে আমি সহ তিনজনকে অভিযুক্ত করে গত ১৮ অক্টোবর আদালতে একটি মিথ্যা রুজু করেছেন। যার কোন ভিত্তি নেই। শুধু তাই নয়, তারা পুকুর দখলে নিতে মাছ ছাড়ার অপচেষ্টা চালিয়েছেন। এই ঘটনায় নলডাঙ্গা থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। আব্দুল আলীমের দাবী ওই সব পুকুরে বর্তমানে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ বিদ্যমান আছে। এ বছরও নতুন ভাবে সংশ্লিষ্ট দপ্তর থেকে রাজস্ব প্রদানের মাধ্যমে সরকারী নীতিমালা অনুসরণ করে লিজ গ্রহণ করেছেন। যার সকল প্রমাণপত্র তাদের কাছে রয়েছে। তিনি বলেন, মামলায় ঘটনার সময় ও দিন গত ১৬ অক্টোবর বিকাল ৪ টার সময় উল্লেখ করা হয়েছে। অথচ ওই দিন তিনি ব্রহ্মপুর গ্রামের একটি খেলার মাঠে এমপিকাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট স্থলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেছেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই খেলা দেখতে হাজারো মানুষসহ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। খেলা চলাকালিন সময় ফেসবুকে লাইভ চালু ছিল সেই প্রমান আছে। ঘটনার দিন মামলার অপর আসামী আকতারুজ্জামান রেন্টুও চাকুরীর প্রয়োজনে নাটোর অফিসে অবস্থান করছিলেন। সুতরাং এই মামলা সম্পন্ন মিথ্যা, বানোয়াট ও যড়যন্তমুলক ভাবে দায়ের করা হয়েছে, যার সঠিকভাবে তদন্ত করলে আসল সত্যটা বেরিয়ে আসবে। সংবাদ সম্মেলনে আকতারুজ্জামান রেন্টুও একই দাবী করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.