(বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। রোববার ২৯ অক্টোবর সারাদেশে বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। শনিবার বিকেলে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণার পর থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তালতলী থানা পুলিশ সূত্র জানায়, হরতালে মানুষের স্বাভাবিক চলাফেরা বিঘ্ন সৃষ্টি, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, হরতালে নিরাপত্তার চাদরে মুড়ানো থাকবে তালতলী। জনগণ যার যেমন স্বাধীনভাবে চলবে। যদি কেউ অন্যায়ভাবে ভাংচুরের চেষ্টা করে তাহলে ছাড় দেয়া হবে না। হরতালে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করা যাবে না। যদি কেউ কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ করার চেষ্টা করেন তাহলে প্রতিহত করা হবে। এ বিষয়ে তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হকের মোবাইলে কল দেওয়া হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এছাড়াও তালতলীতে স্বাভাবিক অবস্থায় আছে হরতালের কোন প্রভাব পড়েনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.