মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের অবৈধ হরতালের প্রতিবাদে বগুড়ার শেরপুরের উপজেলা আ.লীগ ও যুবলীগের উদ্দ্যোগে উন্নয়ন, শান্তি সমাবেশ ও হরতালবিরোধী মিছিল করেছে আ.লীগের বিভিন্ন অঙ্গসংঘঠন । রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও যুবলীগের সভাপতি তারিকুল ইসলামের নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়। এ সময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আ.লীগের মিছিল ও যুবলীগের মোটরসাইকেল শোডাউন শেরপুর বাসষ্ট্যান্ড আওয়ামীলীগের কার্যালয় হতে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটরোড, কলেজরোডসহ শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, আমরা নাশকতা রোধে ও জনগনের নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান নিয়ে সক্রিয় থাকবে। সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলা করবেন বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, আওয়ামীলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর শহর আওয়ামীলগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি সিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানি, যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, সুঘাট ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহাদত হোসেন, শাহ বন্দেগী ওয়ার্ড আওয়ামীলগের সাধারণ সম্পাদক জাকারিয়া জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন, কাউন্সিলর খোকন, পলাশ, আব্দুল মান্নানসহ অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.