মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিনঃ ২৯ অক্টোবর ২০২৩বিএনপি-জামায়েত ঘোষিত আজকের সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই ভোলার বোরহানউদ্দিনে। চোখে পরার মতো কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। যানচলাচল স্বাভাবিক। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে তৎপর ও সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ১১ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি হরতাল বিরোধী মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান, ছত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জোয়েব হাসান, সহ যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা পুলিশ হত্যা সহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে জামায়াত-বিএনপি কে মোকাবেলা করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.