বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া দ্বীপের কাছ থেকে ৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মা ইলিশ রক্ষা অভিযানের টহল চলাকালে সোমবার (৩০ অক্টোবর) সকালে এসব জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। এ প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডপশ্চিম জোন এ তথ্য নিশ্চিত করেছে। মোংলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, গত ২৮ অক্টোবর সুন্দরবন সংলগ্ন মান্দরবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এক পর্যায়ে নিয়ন্ত্রনহীন ভাবে ভাসতে থাকে এবং ডুবে যায়। পরবর্তীতে জেলেরা উত্তর মান্দারবাড়িয়া দ্বীপে আশ্রয় নেয়। এসময় কোস্টগার্ড এর জাহাজ তৌফিক কর্তৃক ৩ জেলেকে ওই দ্বীপ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের খাবার ও প্রাথামিক চিকিৎসা দেয়া হয়। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে জানিয়েছে কোস্টগার্ড
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.