মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ৪০১০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০শে অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ২০২৩-২৪ ইং অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেয়াজ, সয়াবিন ও মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো: মনোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন, রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪০১০ জন প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। এর মধ্যে ১৮০০ জন কৃষককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ৯০০ জন কৃষককে গমের বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ১১০০ জন কৃষককে ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ৯০ জন কৃষককে শীতকালীন পেয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ৬০ জন কৃষককে সয়াবিন বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি এবং ৬০ জন কৃষককে মুগের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.