রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের প্রায় ২ হাজার বিঘা ফসলি জমির জলাবদ্ধতা নিরসনের প্রয়োজনীয় জন্য ব্যাবস্থা গ্রাহনের আশ্বাস দিলেন সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। সরেজমিনে গিয়ে জানা যায় পোতাজিয়া ইউনিয়নের ছোট বায়ড়া গ্রামে নিজস্ব জমিতে বালু ফেলায় নুকালী গ্রামের বিলের পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এতে প্রায় ২ হাজার কৃষকের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই সমস্যা শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা মহোদয়কে অবগত করলে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইন্জিনিয়ার ও মাননীয় এমপি মহোদয়ের প্রতিনিধি মনিরুল গনী চৌধুরী শুভ্র ও ফারুক হাসান কাহার সরেজমিনে পরিদর্শন করে মেরিনা জাহান কবিতা মহোদয়ের নির্দেশে সমস্য সমাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতির সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক রওশন আলী, সাবেক চেয়ারম্যান বাচ্চু সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আল মাহমুদ এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.