এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক সহ জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানা যায়। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসা নিতে আসা এলাকার সাধারণ রোগীরা। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হলেও শুধু প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটের কারণে কাঙ্খিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী রোগিরা। এবিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর থেকে অনুমোদিত ১৬৯টি পদের মধ্যে ১২৯টি পদ থাকলেও এখন পযর্ন্ত ২৯টি পদ শুন্য রয়েছে বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার পারভেজ জানান,শুধু বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা প্রেরণ করা হয়েছে। দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদটি শূন্য রয়েছে, এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পত্র প্রেরণ করেছেন, কিন্তু অদ্যবতী এখনো কোন প্রধান কর্মকর্তা যোগদান না করার ফলে প্রশাসনিক কার্যক্রম ও ঔষধ পত্র ক্রয় কার্যক্রম( MSR) ব্যাহত হচ্ছে তিনি আরো জানান, পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে ঔষধ কিছুটা হলেও সরবরাহ করে হাসপাতালটি চলছে। তিনি আরো জানান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( UHFPO) পদে এক মাস আগে পদায়ন হওয়া সত্ত্বেও তিনি অদ্যাবধি যোগদান করেন নাই।এ ব্যাপারে সিভিল সার্জন মহোদয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.