সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি। "স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর (বুধবার ) সকালে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এবং সহযোগিতায় ইএসডিও প্রেমদীপ প্রকল্প এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়।র্যালী টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রেমদীপ প্রকল্পর সমন্নয়কারী সেরাজুস সালেকীন প্রমুখ।আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রহিম উদ্দীন, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং যুব ও যুবনারীরা। এসময় বক্তারা বলেন, যুবরা আগামী দিনের ভবিষ্যৎ তাদের সঠিক ভাবে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলেই আমরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তাই যুব ও যুবনারীদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সরকার বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের গড়ে তুলছেন ।তবে প্রশিক্ষনার্থীদের কে প্রশিক্ষণ টি ভালোভাবে কাজে লাগাতে হবে, তাইলে দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমদীপ উপজেলা ম্যানেজার খায়রুল ইসলাম। পরে সুবিধা ভোগীদের মাঝে যুবঋনের চেক, প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণের ভাতা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.