বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি :সাংবাদিকদের সাথে প্রেস-ব্রিফিং-এ অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, সীমান্তে চোরাচালান বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স, টিম জৈন্তাপুর সম্মিলিত ভাবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাণপন চেষ্টা এবং সীমান্তে চোরাচালান বিরোধী চলমান অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধ পথে আসা চোরাচালান পন্য আটক ও অবৈধ ব্যবসা বন্ধে জোরদার অভিযান করে যাচ্ছেন। তিনি জানান,অক্টোবর মাসে অন্তত ৪০ লাখ,২৫ হাজার টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন পন্য আটক করা হয়েছে। ৩ নভেম্বর-২০২৩ইং, শুক্রবার রাতে তিনি জৈন্তাপুর প্রেসক্নাব সাংবাদিক নেতৃবৃন্দ, অনলাইন ও স্থানীয় প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত প্রেস-ব্রিফিং-এ ভারতীয় চিনি, মাদক, গরু, মহিষ, চা-পাতা, কসমেট্রিক, গাজা, খেলার বোটজুতা সহ ইত্যাদি আটকের কথা জানান। তিনি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) তিনি আরও জানান, অক্টোবর মাসের অগ্রগতি ৬ হাজার ৫ শত ১৭ কেজি চিনি, ১৯টি গরু, ৬টি মহিষ, ১৭শত কেজি চা-পাতা,২৩০ বোতল ভারতীয় মদ, ১৩ লাখ টাকার কসমেট্রিক, ৫শত গ্রাম গাজা, ৩শত জোড়া বোট জুতা জব্ধ করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক ৪০ লাখ, ২৫ হাজার টাকা হবে। এসব পন্য আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। প্রেস-ব্রিফিং কালে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: আল-আমিন, সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়া,পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ সীমান্তে চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের অভিযান চলমান থাকা ও প্রতিনিয়ত অবৈধ পন্য জব্ধ সহ মাদক আটক করায় থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ টিম জৈন্তাপুর থানা পুলিশ ফোর্স-কে ধন্যবাদ জানান। যে কোন ঘটনায় সর্তক ভাবে সংবাদ পরিবেশ করতে সাংবাদিক নেতারা সহকর্মীদের প্রতি আহবান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ ভারতীয় তীর-জুয়া খেলা বন্ধ, মাদক নিয়ন্ত্রনে পুলিশের টহল জোরদার করতে এবং গুয়াবাড়ি সহ শ্রীপুর, আলু-বাগান এলাকায় সরকারি জায়গা থেকে গর্ত করে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করার আহবান করেন। সিলেট তামাবিল সড়কের হরিপুর, দরবস্ত চিকনাগুল, রাংপানি বাংলা বাজার সহ উপজেলা সদরের বাস-স্টেশন এলাকায় যানজট নিরসনে ব্যাটারী চালিত টমটম ও সিএনজি গাড়ির নিয়ন্ত্রন এবং দরবস্ত ও উপজেলা সদরের কয়েক'টি চিহৃিত স্থানে নিয়মিত অভিযান করতে পুলিশের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। এসব বিষয়ে গুরুত্ব সহকারে কার্যকরি ব্যবস্থা গ্রহনে অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সাংবাদিকদের আশ্বাস দিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.