তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্নণা এই প্রতিপাদ্য কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় সুনামগন্জের তাহিরপুরে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৪ঠা নভেম্বর) বেলা ১১ ঘটিকায় তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু কর্নারে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। তাহিরপুর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সোহালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন, বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, সাংবাদিক রোকন উদ্দিন, সংকর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অনেকেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা স্বাধীন বাংলাদেশের স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে প্রতিটি বাংলাদেশী নাগরিক হিসেবে সবার দায়িত্ব। রাস্ট্রিয় সংবিধান মেনে চলা ও এর পরিপন্থী কোন কাজে নিজেকে না জড়ানোর আহবান জানান, তিনি বলেন দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর স্বপ্ন ও রাষ্ট্রিয় সংবিধান নিয়ে অনেক অপ্রচার চালিয়ে আসছে। তিনি এই ধরণের অপ্রচার ও অপশক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.