মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: রাহাত রাজা পেশায় একজন সাংবাদিক তবে কৃষিকে তিনি ভালোবাসেন তায় এ পেশায়ও নিজেকে মানিয়ে নিয়েছেন । নিজের উপার্জিত অর্থ দিয়ে সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নে গড়ে তুলেছেন একটি কৃষি খামার। নাম দিয়েছেন ‘বৃক্ষবাড়ি’। সেখানে ২ বিঘা জমিতে তিনি ড্রাগন ফল, লাল রঙের আখ, মাল্টা, লেবু ও পেয়ারার চাষ করেছেন। মওসুম ভিত্তিক এসব ফল বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন তিনি। এছাড়া তার তৈরী করা খামারে বেশ কিছু শ্রমজীবি মানুষের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। এবছর লাল রঙের আখেই রঙিন স্বপ্ন দেখছেন তরুন উদ্যোক্তা রাহাত রাজা। চলতি বছরের ডিসেম্বর মাসে এক বিঘা জমিতে লাগিয়েছিলেন লাল রঙের ফিলিপাইন জাতের এই আখ। বর্তমানে তা বড় হয়েছে। খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর বেশ কদর রয়েছে। দ্রুত বর্ধনশীলতার কারনে চাষীদের কাছে জনপ্রিয় হয়েছে লাল রঙের এই আখ। স্বল্প বিনিয়োগ করে তাই অধিক লাভের মুখ দেখছেন তরুন এই উদ্যোক্তা। শুরুতে বৃক্ষবাড়ি প্রতিষ্ঠাকরতে বিক্রি করেন শখের আইফোনটি। বয়সে তরুন এই উদ্যোক্তা জানান দিয়েছেন বহুমাত্রিক সম্ভাবনাময় যুবক হিসাবে। তিনি একাধারে সাংবাদিক, আউটসোর্সিং করেন আবার নিজের আয়ের টাকা দিয়ে গড়ে তুলেছেন নিজস্ব কৃষি খামার বৃক্ষ বাড়ি। সারাদেশে ঘুরে ঘুরে কৃষিভিত্তিক ভিন্নধর্মী প্রতিবেদন তৈরী করেন তিনি। রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল, পেয়েছেন সিলভার প্লে বাটন। পাশাপাশি তিনি গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি। নিজের সঞ্চিত অর্থ ও অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন ফলমূলের বাগান করেছেন। সাতক্ষীরা সিটি কলেজ থেকে কৃষিতে ডিপ্লোমা করা এই যুবক সরকারি চাকুরির পেছনে ছোটেননি। চেয়েছেন নিজের পায়ে দাঁড়াতে। সেই কাজে তিনি শতভাগ সফল। তরুনদেরকে চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হবার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.