লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ ডিবি অভিযানে ভৈরব থানা এলাকা হতে ৪৮ (আটচল্লিশ ) বোতল বিদেশি মদ ও একটি ট্রাকসহ ১(এক) জন গ্রেফতার করে। কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৫/১১/২৩ খ্রি: ভোর সাড়ে পাচটায় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মনির হোসেন (২২) , পিতা-মৃত আঃ সালাম, মাতা-মরিয়ম বেগম, ছৈলাখের (অষ্টম খন্ড), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে একটি ট্রাক (রেজিস্ট্রেশন নাম্বার -ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১০)সহ আটক করে এবং আসামির হেফাজতে উক্ত ট্রাক তল্লাশী করে সর্বমোট ৪৮(আটচল্লিশ) বোতল বিদেশি মদ উদ্ধার করে এবং তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.