মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: বিএনপি জামায়াতসহ বিরোধী জোটের দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে সাতক্ষীরায় ব্যাপক নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকাল থেকে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা শহরের বিভিন্নস্থান পরিদর্শন করে। সাতক্ষীরা জেলা প্রশাসনের মিডিয়া সেলের পক্ষে সহকারী কমিশনার সজীব তালুকদার জানান, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ও পলাশ আহমেদ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সমন্বয়ে গঠিত একটি দল সাতক্ষীরা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সাতক্ষীরা শহর ও ভোমরা স্থল বন্দর অভিমুখে অভিযান পরিচালনা করে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, সংগীতা মোড়, ইটাগাছা মোড়, আলীপুর, ভোমরা বন্দর, মেডিকেল মোড়, বাইপাস, লাবসা মোড়, কদমতলা বাজার, খুলনা রোড় মোড় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.