প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ১২:১৩ পি.এম
শ্যামনগর উপজেলা পরিষদের উদ্দ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত
ডেস্ক রিপোর্ট ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের ৫২তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে সমবায় অধিদপ্তর থেকে জানানো হয় যে, শ্যামনগর উপজেলায় সমবায় সমিতির সংখ্যা ৪৯০টি তার মধ্যে সমবায় বিভাগ ২৭৯টি, বিআরডিবি ২১১টি এবং কেন্দ্রীয় ১টি। মোট সদস্য পুরুষ-২৮,৬১৫, মহিলা-৬১৫৮জন। ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত নিজস্ব তহবিল হতে ৫৭৪০.৮৭ লাখ টাকা ঋণ বা আর্থিক সুবিধা প্রদান করে দারিদ্র বিমোচন ও আর্থিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০২১-২০২২ সালে ৪টি ভ্রাম্যমান প্রশিক্ষণে ১০০জন সমবায়ীকে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটে আয়বর্ধনমূলক বিভিন্ন ট্রেডে ২২৫ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.