মোঃসোলায়মান হোসাইন সোহান কাশিমপুর থানা প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের দুই দিনের অবরোধকে ঘিরে কাশিমপুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাস-নাশকতা ঠেকাতে ও জনগণের জান-মালের রক্ষার্থে সতর্ক অবস্থানে রয়েছে কাশিমপুর থানার ০২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা দুপুরে অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছেন। মিছিলটি কাশিমপুরের নুরু নগর থেকে ভবানীপুর বটতলা গিয়ে শেষ হয়। সোমবার (৬ নভেম্বর) বেলা ১২টা থেকে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি( ভারপ্রাপ্ত) সোলায়মান মিয়ার নেতৃত্বে টিম মাঠে রয়েছে। অবরোধ কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে সড়ক পাহারা দিবেন। বিষয়টি সাবেক কাউন্সিলর সোলায়মান নিজেই মনিটরিং করছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নিচ্ছেন। এ প্রসঙ্গে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সোলায়মান মিয়া বলেন, ‘বিএনপি-জামায়াতের দুই দিনের অবরোধকে ঘিরে কাশিমপুরের কোথায়ও যেন ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে আমাদের নেতাকর্মীরা সড়ক পাহারা দেবে। কাশিমপুর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান চিশতি, ০২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান, কামরুজ্জামান খান, গাজীপুর মহানগর আওয়ামী মৎসজীবি লীগের সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন সহ ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃতবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.