মোঃ আসাদুজ্জামান আপেল পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকের ভেতরে মাটি চাপা দেওয়া অবস্থায় চিন্তা মনি (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার(৬ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের মাটি সরিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, চিন্তা মনি দেবীগঞ্জ পৌর শহরের দুই নাম্বার ওয়ার্ডের মধ্যপাড়ার মৃত ধরনী ঋষির স্ত্রী। তিনি বাসায় একা থাকতেন। তার একমাত্র মেয়ে রেনু ঢাকায় থাকেন। গত ৫ দিন থেকে চিন্তা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার স্থানীয়রা বাসায় খোঁজ নিতে এসে সেপটিক ট্যাংকের আশপাশে সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে সেপটিক ট্যাংকের ঢাকনা সরালে চিন্তা মনির মরদেহ দেখতে পাওয়া যায়। এইদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশ থানায় নিয়ে যায়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন,এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে প্রকৃত খুনিকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.