ঠাকুরগাঁও প্রতিনিধি:- সীমান্ত হত্যা,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার,গবাদি পশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান, আন্ত:সীমানা অপরাধ শূণ্যের কোটায় নামিয়ে আনা এবং সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি) এর আয়োজনে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল তানজীর আহম্মদ। এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার সিংজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল আনাম ডন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷ এছাড়াও সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া,সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা,নদীতে মাছ ধরতে না যাওয়া ও ঘাস কাটতে না যাওয়ার জন্য আহবান করা হয়। এছাড়াও সীমান্ত হত্যা রোধে
মাদকদ্রব্য,গবাদি পশু চোরাচালানের কার্যকলাপের সাথে জড়িত না হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করা হয়৷
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.