বিলালুর রহমান সিলেট জেলা প্রতিনিধি :জৈন্তাপুর উপজেলার ফেরীঘাট এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ফেরীঘাট পল্লী উন্নয়ন যুব সংঘ (রেজি নং-সিল/১২১/৮৭)'র দ্বি-বার্ষিক নিবার্চন সম্পন্ন হয়েছে।
ব্যাপক উৎসাহ, উদ্বীপনা ও উৎসব মূখোর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ নভেম্বর শুক্রবার বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নিবার্চনে ১২৭ জন ভোটারের মধ্যে ১১৭ জন তাদের ভোটারধিকার প্রয়োগ করেন।
নিবার্চনে সভাপতি পদে মো: মিছবাহ-উল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক পদে জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য সাংবাদিক মো: রেজওয়ান করিম সাব্বির নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে নিবার্চত হন মো: আব্দুল হান্নান নিমার ও মো: সমছির উদ্দিন খোকন।
প্রধান নিবার্চন কমিশনার ও আহবায়ক ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো: শফিকুল ইসলাম। যুগ্ম নিবার্চন কমিশনার ছিলেন প্রবাসী আলতাফুর রহমান, সদস্য দিলীপ দাস, জাহাঙ্গীর আলম, মাস্টার আব্দুর রশিদ ও আব্দুল মনাফ।
প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, সহকারি ছিলেন পিনাকী কান্তি দে, আরিফুল ইসলাম জুয়েল ও কায়ছার আহমদ।
এদিকে নিবার্চনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শওকত আলী, বিশিষ্ট সমাজসেবী জৈন্তাপুর প্রেসক্লাবের জীবন সদস্য আলতাফুর রহমান, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, জৈন্তাপুর মডেল থানার এসআই মির্জা শাফায়েত, নিজপাট ইউপি'র সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী সম্রাট, নিজপাট ইউপি সদস্য মাসুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম, সমাজসেবী আলহাজ্ব হোসাইন আহমদ, আব্দুস শুক্কুর, আব্দুল মান্নান, সমাজকর্মী নূরুল ইসলাম।
ফেরীঘাট পল্লী উন্নয়ন যুব সংঘের নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.