সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রামঃ ।।।।।।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন (বাপাকা)'র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হাদিসুর রহমান রাতুল ও নাজমুল হুদা। ৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত মো. হাদিসুর রহমান রাতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩৩ ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. হজরত আলী এবং মো. আলামিন। ৪৪ ভোট পেয়ে বিজয়ী হন মো. আলামিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেন।
সাংগাঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- আবু বক্কর সিদ্দিক ও নুরনবী সরকার রিপন। দুজনেই সমান ভোট পান। পরে লটারীর মাধ্যমে নুরনবী সরকার রিপন বিজয়ী হন।
এদিকে প্রচার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মেহেদী হাসান ও আইয়ুব আলী। ৪৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন আইয়ুব আলী।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন-স্থানীয় সরকার বিভাগের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তালেব মিয়া।
ভোটে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো.আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.