শেখ মারুফ হোসেন
সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুরে নদীবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সোমবার(১৩ নভেম্বর) খুলনার জনসভা থেকে ভার্চ্যুয়ালী ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বসন্তপুর নৌবন্দরটি চালু হলে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে।
জানা যায়, রাজা প্রতাপাদিত্য, রাজা বিক্রমাদিত্য, ও রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বাংলাদেশের এপারে বসন্তপুর এবং ভারতের ওপারে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের সাথে ইছামতি নদী, কালিন্দী নদী ও কাকশিয়ালী নদীর ত্রিমোহনায় ৫৮ বছর আগে বসন্তপুরে নদীবন্দর চালু ছিল।
১৯৬৫ সালের দিকে পাক-ভারত যুদ্ধের সময় বসন্তপুর নৌ-বন্দরটি বন্ধ হয়ে যায়। কালিগঞ্জ মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পী, নাট্য শিল্পী কবি এবং সাহিত্যিকদের অংশগ্রহণ বসন্তপুর রাম জননী ভবনে একটি ভ্রমণ পিকনিক ও বিনোদনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলকে নদী বন্দর সম্পর্কে বোঝানোর পরে তিনি সংশ্লীষ্ট দপ্তরে আবেদন করেন। এখানে ১৪ বিঘা সরকারি জায়গা পড়ে আছে। সেই জায়গাকে ঘিরে একটি পার্ক অথবা নৌবন্দরটি পুনরায় চালু করা গেলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। তিনি বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল মহোদয়কে অবহিত করেন মোস্তফা কামাল মহোদয় বিষয়টি প্রতিবেদন আকারে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে ও বাণিজ্য মন্ত্রণালয় প্রেরণ করেন। বসন্তপুর নদী বন্দরটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ফুলেফলে পরিপূর্ণ হবে। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন কালিগঞ্জের বসন্তপুর নৌবন্দর এলাকা দিয়ে ১৯৭১ সালে যুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল এই এলাকা দিয়ে ভারতে গিয়েছিলেন। এজন্য বসন্তপুর একটি স্মৃতি বিজড়িত এলাকা। তিনি আরো বলেন আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল মহোদয়কে বসন্তপুর নৌবন্দর পুনরায় চালুর বিষয়ে অবহিত করি এবং মিটিং এর মাধ্যমে তুলে ধরি। বসন্তপুর নদীবন্দর ভিত্তি প্রস্তরের স্থাপনের মধ্য দিয়ে এলাকার অর্থনৈতিক মুক্তির এক নতুন যাত্রা যাত্রা শুরু হচ্ছে। এলাকাবাসী খুবই আনন্দিত এবং খুশি এই নদীবন্দরটি চালু হলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি এবং বেকার সমস্যার সমাধানসহ ব্যাপক উন্নয়ন ঘটবে তিনি এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। ২০২২ সালের ২৫ অক্টোবর বসন্তপুর নৌ-বন্দরটি পুনরায় চালুর দাবীর প্রেক্ষিতে সীমানা নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয় গেজেট আকারে প্রকাশ করে। এতে করে নতুন স্বপ্ন দেখতে শুরু করে কালিগঞ্জসহ সাতক্ষীরা জেলাবাসি। আগামি ১৩ নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার জনসভা থেকে বসন্তপুর নৌ-বন্দরের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের ঘোষণা করবেন । বসন্তপুর নদীবন্দর ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। এর আগে খুলনা বিআই ডব্লিউআইটি ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসন্তপুর নদী বন্দর ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, বন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.