মোঃ আসাদুজ্জামান সনেট কালিগঞ্জ প্রতিবেদকঃ
প্রবাসী দুলা ভাইয়ের পাঠানো ২০ লাখ টাকা মোবাইল এ্যাপসের ওয়ান এক্স বেটিংয়ের জুয়ায় হেরে গিয়ে ছিনতাই নাটক সাজাতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে ইসমাইল হোসেন (২০) ও মিরাজ হোসেন (২২) নামে দু’যুবক। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ থানার এসআই প্রকাশ রায় ঘটনার তদন্তে গিয়ে ইসমাইল হোসেনের বাড়ী থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধারসহ তাদের আটক করে। আটককৃতদের বাড়ী মাগুরার শালিখা থানার খিলগাতী গ্রামে। এ ঘটনায় সন্ধ্যার পর ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান কালীগঞ্জ থানাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে শালিখা থানার খিলগাতী গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ইসমাইল হোসেন হাতে ব্যান্ডেজ বাধা অবস্থায় তার চাচাত ভাই মিরাজ হোসেনকে নিয়ে কালীগঞ্জ থানাতে আসে। তারা মৌখিকভাবে পুলিশকে জানায়, রোববার আড়াইটার দিকে ইসমাইলের দুলা ভাই মালয়েশিয়া প্রবাসি আতিয়ারের রহমানের পাঠানো ১৯ লাখ ৪০ হাজার টাকা ন্যাশনাল ব্যাংক কালীগঞ্জ শাখা থেকে উত্তোলন করে মটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। পথে কোলা রোডের মোস্তবাপুর নামক স্থানে পৌছালে মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুই ব্যক্তি এসে ওই টাকা ছিনতাই করে নেয়। এসময়ে ছিনতাইকারীদের সাথে ধবস্তাদবস্তিতে ইসমাইল ও মিরাজ সামান্য আহত হয়। এরপর উক্ত বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা এলোমেলো কথা বলতে শুরু করে। একপর্যায়ে ইসমাইল হোসেন পুলিশের কাছে ছিনতাই নাটকের কথা স্বীকার করে। ইসমাইল জানায় মোবাইল অ্যাপসের ওয়ান এক্স বেট খেলে আনুমানিক ২০ লাখ টাকা হেরে যাওয়ায় তার দুলাভাইয়ের পাঠানো ১৯ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের উদ্দেশ্যে ছিনতাইয়ের নাটক সাজায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচাজ মাহবুবার রহমান জানায়, মিথ্যা ছিনতাই অভিযোগ দিতে আসা যুবক ইসমাইল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৪০ হাজার টাকার মধ্যে ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.