মিজানুর রহমান (লাভলু)
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কানাইঘাট উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, আনন্দ র্যালি, মিলাদ ও দোয়া সহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এছাড়াও কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম মাহবুবুল আম্বিয়ার পরিচালনায় আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন,কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামিম,শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ,পৌর আওয়ামীলীগের সভাপতি কে এইচ এম আব্দুল্লাহ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাজা শামিম আহমদ শাহিন,পৌর আওয়ামীলীগের সদস্য মামুন রশিদ,কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দীন,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ,পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন, যুবলীগ নেতা নজমুল ইসলাম,আলমগীর হোসাইন,আমিনুল ইসলাম,নজরুল ইসলাম বেলাল,নাসির উদ্দীন, জাহাঙ্গীর আলম,কামরুল ইসলাম,এহসান আলী রাজা, ২নং ইউ/পি যুবলীগের সভাপতি আব্দুর রহমান,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নোমান আহমদ রুমান,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজওয়ান এইচ মিনু,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন মিজান,
সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জামাল উদ্দীন প্রধান অথিতির বক্তব্যে বলেন, প্রায় পাঁচ দশকের দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যুবলীগ বর্তমানে দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংকটে সমাজকে সু-সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছে যুবলীগ। এছাড়াও তিনি কানাইঘাট উপজেলার আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.