ঠাকুরগাঁও প্রতিনিধি:- সীমান্ত হত্যা,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার,গবাদি পশু ও মাদকদ্রব্যসহ চোরাচালান, আন্ত:সীমানা অপরাধ শূণ্যের কোটায় নামিয়ে আনা এবং সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি) এর আয়োজনে জেলার হরিপুর
উপজেলার ১নং গেদুরা ইউনয়ন পরিষদ মাঠে
এ সভাটি অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল তানজীর আহম্মদ। এ সময় আরো বিশেষ অতিথি হরিপুর ওসি ফিরোজ আহমেদ, গেদুরা ইউনয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ তরিকুল ইসলাম, হরিপুর প্রেস ক্লাব সভাপতি শফিকুল আষম চৌধুরী, কাঁঠালডাঙ্গী কোং কমান্ডার সুবেদার ইব্রাহিম সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া,সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা,নদীতে মাছ ধরতে না যাওয়া ও ঘাস কাটতে না যাওয়ার জন্য আহবান করা হয়। এছাড়াও সীমান্ত হত্যা রোধে
মাদকদ্রব্য,গবাদি পশু চোরাচালানের কার্যকলাপের সাথে জড়িত না হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করা হয়৷
আরিফ হাসান
ঠাকুরগাঁও
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.