মাসুম বিল্লাহ, বগুড়াঃ
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ই জানুয়ারী তফশিল প্রত্যাখান ও বিএনপির ডাকা ১৫ ও ১৬ নভেম্বর টানা ২ দিনের অবরোধ কর্সসূচী সফল করতে দ্বিতীয় দিন ১৬ নভেম্বর বৃহস্প্রতিবার পৌর ও ধুনট বিএনপি বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন- জীবিকার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষে এবং ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এক দফা দাবী আদায়ের লক্ষে অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বাসট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. ফজলুর রহমান খোকন, শেরপুর উপজেলা বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, আব্দুল করিম, শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির নেতা কে এম তৌহিইদুল আলম মামুন, ভিপি আবুল মনসুর পাশা, মাহবুবুল হোসেন চঞ্চল, আপেল মাহমুদ, শেরপুর পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহুমা ইসলাম রিচি, উপজেলা কৃষকদলের সভাপতি আবু সাঈদ, যুবদল নেতা আয়োব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, ফরহাদ হোসেন, সাফিউল আলম সুবজ, শাহ আরিফ, নাহিদ, অশোক মাহমুদ রোমান, রাফি আল আমিন, আরমান আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.