মাসুম বিল্লাহ, বগুড়াঃ
নির্বাচন কমিশনের ঘোষিত দ্বাদশ নির্বাচনী তফশিলকে স্বাগত জানিয়ে ও বিএনপির ডাকা অবরোধ প্রত্যাখনা করে আনন্দ মিছিল করেছে শেরপুর উপজেলা আওয়ামীলীগ। ১৬ নভেম্বর বৃহস্পতিবার শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে আনন্দ মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শাহ জামাল সিরাজী, পৌর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আ.লীগ নেতা নাজমুল আলম খোকন, কামাল সেখ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, আবিদ হাসান সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নুরে আলম সানি, শ্রমিকলীগ নেতা কামাল শেখ, কারিমুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাদাত হোসেন নিহাল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা। অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর নেতৃত্বে আনন্দ মিছিল শহর প্রদক্ষিন করে। এ সময় উপিস্থিত ছিলেন বদরুল ইসলাম পোদ্দার ববি, শাহ আলম ফকির, যুবলীগ নেতা আরিফুজ্জামান সরকার আরিফ, আবু বকর সিদ্দিক, আরিফ মোল্লা, শাহিন সেখ, ফারাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মনিরুজ্জামান মনির প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.