জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
আগামী ২৬/২৭ শে নভেম্বর ইতালির ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালিয়ান ৪ টি ইতালিয়ান স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন । কিন্ডারগার্টেন , প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য হিসেবে শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। বিদ্যালয়ে গিয়ে ও যাত্রা পথে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের বাবা ও মা মোট ২ টি করে ভোট প্রদান করতে পারবেন এই নির্বাচনে । শিক্ষা ক্ষেত্র সহ স্কুলে দুপুরের হালাল খাবার পরিবেশন , মুসলমান শিক্ষার্থীদের জন্য ধর্মীয় ক।লাস চালু , বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস গুলো ইতালিয়ান স্কুলে চালু করা সহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে সকল ভেটারদের সহযোগিতা চেয়েছেন ভোটের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে। ভেনিসে প্রৎম বাংলাদেশী হিসেবে সৈয়দ কামরুল সারোয়ার ইতালিয়ান স্কুলে ৬ বছরের জন্য নির্বাচিত হন। এর পর দীর্ঘ বিরতিতে অন্য কোন বাংলাদেশী এই পদে না আসলেও চলতি মাসের ২৬ ও ২৭ শে নভেম্বরের ভোটে সেজারে বাতিসতি এসকলা ডেল ইন ফানসিয়া , সিলভিও পেললিকো , সেজারে বাতিসতি , কাইও জুলিও সেজারে এই চারটি স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে শরীফুল আলম মৃধা ও ফারজানা শহীদ সদস্য পদে প্রার্থী হয়েছেন। শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করেন এই দুই বাংলাদেশী জয়ী হয়ে বিদ্যালয় পরিচালনায় বিশেষ ভূমিকা সহ বাংলাদেশি শিক্ষার্থী সহ ইতালিয়ান ও অন্যান্ন দেশের অভিবাসী শিক্ষার্থীদের কল্যানে সততার সাথে কাজ করে বাংলাদেশের সুনাম বয়ে আনবে প্রবাসের মাটিতে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.