হেলাল হোসেন কবিরঃ
লালমনিরহাটে বিদ্যালয়-এর ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষকে অন্যায় ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন ওই বিদ্যালালয়ের শিক্ষার্থীরা
২৩ নভেম্বর দুপুর ১.৩০ ঘটিকায় লালমনিরহাটে পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদে আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।সেখানে বক্তব্য রাখেন প্রাত্তন ছাত্র সুলতান, বর্তমান শিক্ষার্থী আহনাফ হাসান, আব্দুল আল আরমান, সাদিয়া সুলতানা রাত্রী প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন গত ১৪ নভেম্বর সকালে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্যার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে লাঞ্ছিত করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, আমরা এর সঠিক বিচার চাই।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, শফিকুল নীতিকে তোয়াক্কা না করে পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়কে পুঁজি করে নিয়োগ বাণিজ্যে জড়িত ও নানান অনিয়মের কারণে আমরা অতিষ্ঠ হয়ে আসছি, আমরা এর প্রতিকার চাই। শফিকুলের মত লম্পটকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাইনা। কেলেঙ্কারিতে ঢুবে থাকা শফিকুল যেন বাহিরে না থাকে, পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করেন, তার জায়গা হোক জেলে।
এবিষয়ে পূর্ব সাপটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অআস্থা জানিয়ে কমিটির ৭ জন পদত্যাগ করেছেন, সভাপতি আমাকে ফোন দিয়ে গালিগালাজ করেন, গত ১৪ নভেম্বর বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে মাটিয়া মসজিদের সামনে আমাকে লাঞ্ছিত করে সেখানে শিক্ষকরা আমাদে উদ্ধার করেন, এবিষয়ে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দিয়েছি, আমি এর সঠিক বিচার চাই।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.