ইয়াছির আরাফাত
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) সকাল ১১টা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ খান, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার , ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানীক মাসুম , নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল সাত্তার , সাধুর পাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জিয়া সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.