ইয়াছির আরাফাত জামালপুর জেলা প্রতিনিধিঃ
কৃষকের কাছ থেকে সরাসরি বিভিন্ন প্রকার শাক-সবজি পাইকারি দামে কিনে, ন্যায্য মূল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে বিক্রি করছে জামালপুর জেলা ছাত্রলীগ।
আজ সকালে শহরের ফৌজদারী মোড়, সকালবাজার ও বটতলা মোড়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এ কর্মসূচি শুরু হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, ‘এক শ্রেণীর ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির রহমান সাদাফ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেন আজনবী রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদ মাহফুজ রুদ্র ও সাংগঠনিক সম্পাদক তামিম ইসলাম মৃদুলসহ অনেক নেতা কর্মী উপস্হিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.