আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরন'র দলীয় পদ এবং দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগের খবর পাওয়া গেছে। ২৪ নভেম্বর সন্ধ্যার পরে তার নিজ ফেসবুক ওয়ালে পদত্যাগ পত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে তিনি এই বিষয়টি জানান দেন।
জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক সমস্যার কারণে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। তিনি একই সাথে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান। পদত্যাগ পত্রে জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদককে এটি গ্রহন করার অনুরোধ জানান।
পদত্যাগের বিষয়ে আল ইমরান কিরন বলেন, আমি শারিরীক ভাবে অসুস্থ থাকায় আমার উপরে অর্পিত দলের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার মা ক্যান্সারের রোগী এবং বাবা বয়োবৃদ্ধ লোক। তাই আমার উপরে বিপদ আসলে তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন নিজেকে বোঝাতে পারবো না। আমার উপরে ইতোমধ্যে বিভিন্ন সময় নিজ দলের এবং সরকারি দলের হামলা হয়েছে তাতে আমার পরিবার সবসময় ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। তাই আমি সব দিক ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আজকে বিকেলে একটি পত্র দফতরে এসেছে শুনেছি। আমি এখনো হাতে পাইনি। হাতে পেলে ওর সাথে কথা বলে যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নিব।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.