মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি:
ভোলার লালমোহনে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন লালমোহন উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর লালমোহনের চাইনিজ রেস্টুরেন্ট ফুডপ্লেসের হলরুমে পবিত্র কোরআন তিলোয়াতের মধ্যদিয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি আলহাজ মো. রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি তপতি রাণী সরকার, শাহ আবদুল মোতালেব, অর্থবিষয়ক সম্পাদক মাও: আজিম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক মিজান হাওলাদার, নির্বাহী সম্পাদক মো. মাহাবুব আলম, আবদুর রহমান নোমান, এমইউ মাহিম, সদস্য মো. সাদিদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফয়েজ উল্যাহ ফ্যাশন, যুগ্ম সম্পাদক আরশাদ উল্যাহ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক ওমর রায়হান অন্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সদস্য আরিফুর রহমান রাহাত, মো. নাঈম, মো. আরিফ হোসেন, মো. আল - মামুন প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সবাই বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। সদস্যদের বিপদে আপদে সকলে সকলকেই সহযোগিতা করতে হবে। সংগঠন বিরোধী কোন কার্যক্রম পরিচালনা করা যাবে না।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.