মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মুদি দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। নজরুল ইসলাম গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের রাহেন শেখের ছেলে।
দোকানের মালিক নজরুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত দোকানে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে যায়। আজ মঙ্গলবার সকালে দোকানে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখি দোকানের ড্রয়ারে রাখা নগদ সাড়ে ৫ হাজার টাকা, সিগারেটসহ কিছু মুদির মালামাল ও ৪২ ইঞ্চি স্মার্ট টেলিভিশনটি নিয়ে গেছে চোরেরা। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে তিনি জানান।
আজান গ্রামের সিরাজুল ইসলাম (সিরাজ) জানান, সোমবার দিবাগত রাতে আজান বাজারের নজরুল ইসলামের মুদির দোকানে চুরি হয়েছে এমন খবর শুনে সেখানে এসে স্থানীয় অনেক লোকজন দেখতে পাই। ঘটনাস্থলে এসে জানতে পারি মুদি দোকান থেকে নগদ টাকা মুদির মালামাল ও টিভি চুরি করে নিয়ে গেছে চোরেরা। এমন ন্যক্কারজনক ঘটনায় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
একই গ্রামের মুলাম হোসেন, বশির উদ্দিন ও সাইদুল ইসলামসহ স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা।
এ ঘটনায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মুদি দোকানে চুরির ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.