বিলালুর রহমান, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:জৈন্তাপুর উপজেলার দরবস্ত অঞ্চলের শিক্ষা,সাহিত্য ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন এবং বিকাশের লক্ষে ১৯৭৭ সালে স্থাপিত দরবস্ত তরুন সংঘ।
তরুন সংঘের নবগঠিত কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন পরবর্তী শুকিরয়া সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিছনাটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)'র নিবার্হী পরিচালক এ টি এম বদরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন শাহীন, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, শিক্ষা ও সমাজ পরিবর্তনে আমাদের তরুন সমাজের অনেক ভূমিকা রয়েছে। দরবস্ত তরুন সংঘের সদস্যরা সমাজের উন্নয়ন কল্যাণ কাজে এগিয়ে আসবেন। তিনি তরুন সংঘের উন্নয়নে ২ লাখ টাকা ও দরবস্ত বাজারে বিশুদ্ধ পানির ব্যবস্থায় রিং-ওয়েল স্থাপনের আশ্বাস দেন।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, তরুন সংঘের সাংগঠনিক সম্পাদক জহির আহমদ বাবর'র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিছনাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মাস্টার রফিক আহমদ, দরবস্ত তরুন সংঘের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, প্রবাসী মাসুক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শরিফ আহমদ, ইউপি সদস্য মুসলিম আলী, মো: জালাল উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, দরবস্ত তরুন সংঘের সহ-সভাপতি আজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক কুদ্দুস আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক নাছির আহমদ, ধর্ম ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান, কার্যনিবার্হী সদস্য আহসান উল্লাহ, শাহাব উদ্দিন, তোফায়েল আহমদ, মো: সুলাইমান আহমদ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.