গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে গুরুদাসপুর খাদ্য গুদামে ফিতা কেটে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায়।
আয়োজক সুত্র জানায়, এ মৌসুমে গুরুদাসপুরে ৩০ টাকা কেজি দরে ২৬৭ মে.টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৯৭৮ মে.টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহের লক্ষ্যে ১০ জন হাস্কিং মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন।
উদ্বোধনী অনুষ্টানে পৌর মেয়র শাহনেওয়াজ আলী,উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম,খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান,মিল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,কাউন্সিলর শেখ ফরিদসহ মিলার ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায় বলেন,বর্তমান সরকার খাদ্য বান্ধব সরকার। সরকার কৃষক ও মিল মালিকদের মাধ্যমে সংগৃহীত চাল থেকে ভিজিডি,ভিজিএফ,কাবিখা,ওএমএস, টিসিবির চালসহ অন্যান্য চাল প্রদাণ করে থাকে। শতভাগ নির্দেশ মেনে ধান ও চাল কিনতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.