সোহেল তানভীর, স্টাফ রিপোর্টার: প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁওয়ে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরীক্ষা চলাকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তির মোবাইল ডিভাইস ও মুঠোফোন সহ ৯ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) পৌর শহরের পুলিশ লাইন স্কুল, সদর উপজেলার কচুবাড়ী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী সন্দেহজনক কয়েকজন পরীক্ষার্থীর শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ব্যাংকিং ক্রেডিট কার্ডের আকারে তৈরি একাধিক মোবাইল ডিভাইস।
এ সময় তাদের গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, সোহানুর রহমান (২৮), সাং- আলসিয়া, পিতা -মোঃ হুমায়ুন, থানা- রানিশংকৈল, মোছা: আরজিনা (৩০), স্বামী -আমিরুল ইসলাম, সাং- নারায়নপুর, থানা পীরগঞ্জ, মোছা: হাসনাহেনা (৩০), স্বামী আনিসুর রহমান, থানা বালিয়াডাঙ্গী, মোঃ আনোয়ার খালেদ (২৮) পিতা মোঃ হাসান আলী, সাং- আলাকসিপি, থানা বালিয়াডাঙ্গী, শ্রী টঙ্গনাথ বর্মন (৩২), পিতা- পঞ্চানন চন্দ্র , সাং-বাজেবকসা, থানা -রাণীশংকৈল, মোঃ ওমর ফারুক (২৯), পিতা- মো: আলিম উদ্দিন, সাং- পাটুয়াপাড়া, থানা -পীরগঞ্জ , মোছা: রেজিনা খাতুন (২৯), স্বামী- আজহারুল, সাং- মধুপুর, থানা- রুহিয়া, আব্দুল্লাহ আল নোমান (২৭), পিতা- আকবর আলী, থানা- রানীশংকৈল, আমিরুল ইসলাম (২৮), পিতা- এনামুল হক, থানা- রাণীশংকৈল ।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ,কচুবাড়ী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র থেকে নয়জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.